• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বয়স বিতর্কে সরে গেলেন আ. লীগের শিউলি

  চট্টগ্রাম প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১
শিউলি দে
শিউলি দে (ছবি : সংগৃহীত)

বয়স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেননি আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শিউলি দে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস জানায়, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তার বয়স ২৫ বছরের নিচে। এ নিয়ে দলের ভেতরে-বাইরে ব্যাপক বিতর্ক হয়। তাই তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেও আর জমা দেননি।

আওয়ামী লীগ গত ১৯ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের জন্য সাধারণ ওয়ার্ডের ৪১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়। দলীয় সূত্রে পাওয়া তালিকায় এ নির্বাচনে সংরক্ষিত-৫ নং ওয়ার্ডে (১৪, ১৬ ও ২১) আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে শিউলি দের নাম উল্লেখ করা হয়।

তবে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস থেকে পাঠানো তালিকায় জমা দেওয়া প্রার্থীদের মধ্যে নাম নেই শিউলি দের।

ওই ওয়ার্ডে বিএনপি প্রার্থী হিসেবে মনোয়ারা বেগম, স্বতন্ত্র হিসেবে রিজিয়া বেগম, আঞ্জুম আরা ও নবুয়ত আরা সিদ্দিকা মনোনয়নপত্র দাখিল করেছেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড