• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সন্ধ্যায় পরবর্তী কর্মপন্থা ঠিক করবে বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০২
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
ফাইল ছবি

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে হাইকোর্টের আদেশ দেখে পরবর্তী সময়ে বৈঠক ডেকে কর্মপন্থা ঠিক করবে দলটি।

আদালতের আদেশ ইতিবাচক বা নেতিবাচক হলে করণীয় কী হবে তা নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারকদের মতামত নিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থায়ী কমিটির মুলতবি বৈঠক ডাকা হয়েছে।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ ৪ ঘণ্টা আলোচনার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক মুলতবি করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পুনরায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেছেন।

এরই প্রেক্ষিতে রবিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের শুনানি শেষ খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন আজকের মধ্যে জমা দিতে নির্দেশ দেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জামিন বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

জামিন শুনানির আগে পরবর্তী করণীয় চূড়ান্ত করতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারকদের বৈঠক ডাকা হয়েছে।

আরও পড়ুন : পাপিয়ার সঙ্গে সখ্যতা, যা বললেন তুহিন

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড