• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমাদের কোনো ভোটের অধিকার নেই : ইশরাক

  নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪
কেন্দ্রীয় শহীদ মিনার
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে কথা বলছেন ইশরাক (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপি সমর্থিত পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এখন আমাদের কোনো ভোটের অধিকার নেই। সুষ্ঠু ভোট ও সবার ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর আন্দোলন করতে হবে। ১৯৫২ সালের বীরত্বগাথা-বাঙালির মহান ভাষা আন্দোলনের সেই অনুপ্রেরণা থেকেই আমাদের এটি করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির এই সদস্য বলেন, আমি সবাইকে আহ্বান জানাই, ভাষা আন্দোলনের এই অনুপ্রেরণা থেকে দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করে যেতে হবে।

আরও পড়ুন : খালেদার দেখা পেলেন ভাইসহ পাঁচজন

ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল জানিয়ে বিএনপির তরুণ নেতা ইশরাক বলেন, আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ। ১৯৫২ সালে যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা ভাষা পেয়েছি, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড