• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপির সমাবেশে নতুন কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৪
নয়াপল্টন
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ চলছে (ছবি : সংগৃহীত)

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি থাকলেও নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বসেছে বিএনপি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

এ সময় বিএনপির নেতাকর্মীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

এর আগে শনিবার দুপুর ২টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল বিএনপি।

কিন্তু সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করে।

কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির স্লোগান দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ৪০ থেকে ৫০ জন কর্মী।

এ দিন পৌনে ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অফিস কর্মীরা কার্যালয়ের ভেতরে রয়েছেন।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, বিএনপি যে কর্মসূচি দিয়েছে আজ তার কোনো অনুমতি মহানগর পুলিশ কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়নি। তাই জনস্বার্থে আমরা এখানে অবস্থান নিয়েছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু করার সুযোগ নেই।

রিজভী বলেন, আমাদের মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। এরই প্রতিবাদে আমরা সংক্ষিপ্ত সমাবেশ করব দলীয় কার্যালয়ের সামনে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অঙ্গসংগঠনের নেতাদের এই প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড