• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবারেল পার্টির আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নিপুণ

  নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪
নিপুণ রায় চৌধুরী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী (ফাইল ছবি)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সম্মেলনে অংশ নিতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির বিষয়টি জানিয়েছেন।

শায়রুল বলেন, গত মাসের (জানুয়ারি) ৩ তারিখে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রুস এডওয়ার্ডস নিপুণকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন।

আরও পড়ুন : সরকার আমার নির্বাচন কেড়ে নিয়েছে : মান্না

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এ সদস্য আরও বলেন, অস্ট্রেলিয়া লিবারেল পার্টির ফেডারেল উইমেনস কমিটির সম্মেলনে তিনি পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি সম্মেলন চলবে। সম্মেলনে বিভিন্ন দেশের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড