• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শনিবার যৌথসভা ডেকেছে আ. লীগের সংসদীয় বোর্ড

  নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৩
আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ (ছবি : সম্পাদিত)

যৌথসভার ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন যৌথসভার সভাপতিত্ব করবেন। পাশাপাশি অনুষ্ঠিতব্য ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, অনুষ্ঠিতব্য ওই সভায় জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।

আরও পড়ুন : বিএনপির বিক্ষোভ ১৫ ফেব্রুয়ারি

উল্লেখ্য, জাতীয় সংসদের পাঁচটি আসন হলো- গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬। ইতোমধ্যেই গত ১০ ফেব্রুয়ারি থেকে এসব আসনের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড