• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘খালেদার মুক্তির সমাবেশে পুলিশের অনুমতি’ জানে না পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬
সমাবেশের অনুমতি
ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে পুলিশ অনুমতি দিয়েছে বলে দাবি করেছে দলটি। কিন্তু পুলিশ বলছে, তারা বিষয়টি জানে না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সমাবেশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপি।

এ বিষয়ে আজ ৩টার দিকে ডিএমপির মতিঝিল জোনের উপকমিশনার জামিল হাসান বলেন, বিএনপি সমাবেশের জন্য অনুমতি চেয়েছে। তাদের আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখনো আমাদের কিছুই জানানো হয়নি।

খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হচ্ছে শনিবার। দিনটিকে কেন্দ্র করে তার মুক্তির দাবিতে এ দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।

আরও পড়ুন : এক কেন্দ্রে ১ ভোট পেয়েছেন ইশরাক

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুদিনব্যাপী কর্মসূচি পালনের কথা জানান তিনি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড