• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শনিবারের সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:১২
বিএনপি
বিএনপি লোগো (ফাইল ফটো)

খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার কারাবাসের দুই বছর পূর্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) সমাবেশের জন্য এখনো অনুমতি পায়নি বিএনপি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সমাবেশের অনুমিত চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয় থেকে ফিরে প্রতিনিধিদলের সদস্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘আমরা আজও অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি সমাবেশের অনুমতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।’

প্রতিনিধিদলের অপর দুজন হলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্ণ হচ্ছে শনিবার। দিনটিকে কেন্দ্র করে তার মুক্তির দাবিতে ওই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : ইভিএমের সব তথ্য চেয়েছেন তাবিথ

সমাবেশের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুদিনব্যাপী কর্মসূচি পালনের কথা জানান তিনি।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড