• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নয়াপল্টনে সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫২
বিএনপির লোগো

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপি।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বলেন, সমাবেশের বিষয়টি জানিয়ে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুল ইসলামের সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন সমাবেশ করার অনুমতির বিষয়ে পরে জানাবেন।

বিএনপির এ নেতা আরও বলেন, সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। আমরা আশাবাদী যে দলীয় নেত্রীর মুক্তির দাবিতে ঘোষিত সমাবেশের অনুমতি পাব।

আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। ওইদিন খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার দুই বছর পূর্ণ হবে।

এ দিকে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছেন।

আরও পড়ুন : পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার : কাদের

বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো না হলেও স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, সমাবেশ সফল করতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড