• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার : কাদের

  নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৪
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা উত্তর ও দক্ষিণে সিটিতে বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে নৌকার টিকিটে ঢাকা উত্তরে আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। নির্বাচনে পরাজিত হন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

বিএনপির দুই প্রার্থী তাবিথ ও ইশরাকের দাবি নির্বাচনে কারচুপি করা হয়েছে। ইভিএমে ন্যূনতম সুষ্ঠু হয়নি নির্বাচন। মনগড়া ফলাফল ঘোষণা করা হয়েছে দাবি করে ভোটের চার দিন পর (৫ ফেব্রুয়ারি) তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। এছাড়া আগের ফল বাতিল করে নতুন করে ঢাকার দুই সিটিতে নির্বাচনের দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল।

বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার।

উন্নত গণতান্ত্রিক দেশেও স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটার উপস্থিতি নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় আলোচনা করা হবে।

সিটি নির্বাচনে কারচুপি ও জালিয়াতি হলে ভোটার উপস্থিতি এত কম হতো না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আরও পড়ুন : ভোটের প্রতি অনীহা গণতন্ত্রের জন্য অশুভ : কাদের

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশের ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো সমাবেশেই আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করেনি। সমাবেশের অনুমতি দেবে আইন প্রয়োগকারী সংস্থা।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড