• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা উত্তরে কাউন্সিলর পদে বিজয়ীদের তালিকা

  নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৪
ঢাকা উত্তরে কাউন্সিলর পদে বিজয়ীদের তালিকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রবেশ পথ (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বেসরকারি ফলাফলে এরই মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাত পৌনে ১টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ঢাকা উত্তরের মেয়র পদে ১৩১৮ কেন্দ্রের মধ্যে চার লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতিক। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত তাবিথ আউয়ালের প্রাপ্ত ভোট দুই লাখ ৪১ হাজার ১৬১।

দেখে নিন নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা উত্তরের সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীদের তালিকা :

২ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে কাজী জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে আবদুর রউফ, ৭ নম্বর ওয়ার্ডে তোফাজ্জেল হোসেন, ৮নং ওয়ার্ডে আবুল কাশেম, ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান কাউন্সিলর জাকির হোসেন বাবুল, ২৩ নম্বর ওয়ার্ডে শাখাওয়াত হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে শফিউল্লাহ, ২৫ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ আল মনজুর।

৩১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, ৫২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর ফরিদ আহমেদ, ৫৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর নাসির উদ্দিন, ৫৪নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ।

৩৩ নম্বর ওয়ার্ডে আসিফ আহমেদ, ৩৪ নম্বর ওয়ার্ডে শেখ মুহাম্মদ হোসেন, ৩৬ নম্বর ওয়ার্ডে তৈমুর রেজা, ২৬ নম্বর ওয়ার্ডে শামিম হাসান, ২৭ নম্বর ওয়ার্ডে ফরিদুর রহমান খান, ২৮নং ওয়ার্ডে ফোরকান হোসেন, ৪৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম ভূঁইয়া।

৪৪ নম্বর ওয়ার্ডে শফিকুল শফিক, ৪৫নং ওয়ার্ডে জয়নাল আবদীন, ২৯ নম্বর ওয়ার্ডে সলিমুল্লাহ সলু, ৩৮ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম, ৩২নং ওয়ার্ডে সৈয়দ হাসান নুর,

তাছাড়া সংরক্ষিত : ১৮ নম্বর (৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড) কমলা রানী মুক্তা এরই মধ্যে বিজয়ী হয়েছেন।

এবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

নতুন পদ্ধতি ইভিএমে ভোট প্রদানের বিষয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করেছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

আরও পড়ুন : ঢাকায় আতিক-তাপসের হাতে আ. লীগের জয়রথ

এর আগে শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইভিএমে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। এ সময় তার পাশে ছিলেন ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড