• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে বিজয়ী যারা

  নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০০
ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে বিজয়ী যারা
ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বেসরকারি ফলাফলে এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাত পৌনে ১টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবার ঢাকা দক্ষিণের ১১৫০ কেন্দ্রে চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তাপস। যেখানে তার নিকটতম বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের ঝুলিতে গিয়েছে দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

দেখে নিন নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীদের তালিকা :

এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান সরকার, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মাকসুদ হোসেন মহসীন।

৪নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন। ৫নং ওয়ার্ডে সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস, ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিএম সিরাজুল ইসলাম।

১২নং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ শুভ্র, ৩৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর রঞ্জন বিশ্বাস। ৩৭নং ওয়ার্ডে আওয়ামী সমর্থিত বর্তমান কাউন্সিলর আবদুর রহমান মিয়াজী। ৩৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবু আহমেদ মন্নাফীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ইমতিয়াজ মন্নাফী (গৌরব), ৩৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত প্রার্থী রোকন উদ্দিন আহমেদ।

৪৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত বাদল সর্দার, ৫০নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাসুম মোল্লা, ৫১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৫৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত বর্তমান কাউন্সিলর সফিকুর রহমান (সাইজুল), ৫৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক।

৬০ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদার, ৬১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর জুম্মন মিয়া, ৬২ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, ৬৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর সফিকুল ইসলাম খান দিলু।

৬৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত প্রার্থী ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ভাই মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু।

৬৬ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবদুল মতিন সাউদ, ৬৭নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ইবরাহীম, ৬৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর ও ৬৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিন।

৬৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ডেমরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ, ৭০নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান, ৭১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান কাউন্সিলর খাইরুজ্জামান, ৭২নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান কাউন্সিলর শফিকুল আলম শামীম।

তাছাড়া ৭৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম, ৭৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল হক, ৭৫নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাসিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন।

এবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

নতুন পদ্ধতি ইভিএমে ভোট প্রদানের বিষয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করেছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ আর নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। তাছাড়া সাধারণ ওয়ার্ড ছিল ৭৫ এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

আরও পড়ুন : ঢাকায় আতিক-তাপসের হাতে আ. লীগের জয়রথ

এর আগে শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইভিএমে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। এ সময় তার পাশে ছিলেন ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড