• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইভিএমে আঙুলের ছাপ মেলেনি জাফরুল্লাহর

  অধিকার ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৬
জাফরুল্লাহ চৌধুরী
ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ( ছবি : সংগৃহীত )

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ভোট দেওয়ার সময় ইভিএমে তার আঙুলের ছাপ মেলেনি। পরে দায়িত্বরত নির্বাচনি কর্মকর্তা নিজ ক্ষমতাবলে ভোট দেওয়ার ব্যবস্থা করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এই বিড়ম্বনার শিকার হন জাফরুল্লাহ চৌধুরী।

ভোটদান শেষে তিনি বলেন, আমাকে ভোট দিতে কেউ বাধা দেয়নি। তবে ভোটকেন্দ্রে একটি নির্দিষ্ট দলের এজেন্ট ছাড়া আর কারও এজেন্ট নেই। এছাড়া কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক কম বলেও জানান জাফরুল্লাহ।

আরও পড়ুন- অধিকাংশ কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে : ইসি মাহবুব

ইভিএমে ভোটগ্রহণ প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ইভিএম আমাকে চিহ্নিত করতে পারল না। আমার যখন আঙুলের ছাপ মিলল না, তখন আমার ভোট আরেকজন দিয়ে দিতে পারে। সুতরাং যারা ভোট দিতে আসবে না তাদের ভোট তো অন্য কেউ দিয়ে দিতে পারে। ইভিএম মেশিনের আরও আধুনিকায়ন করা দরকার।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড