• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনের পরিবেশ নষ্ট করায় লিপ্ত বিএনপি : তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২০, ১৮:৫৭
হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি : সংগৃহীত)

বিএনপি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি অতীতের মতো নির্বাচনকে কেন্দ্র করে জ্বালাও পোড়াও ও সংঘর্ষের রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলচ্চিত্র তারকা, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের আনন্দ র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। পরিস্থিতি ঘোলাটে করে মাছ শিকারের চেষ্টা তাদের। তবে সামগ্রিক বিবেচনায় নির্বাচনের পরিবেশ ভালো আছে।

আরও পড়ুন : রাজউককে হেয় করার চেষ্টা করেছে টিআইবি : গণপূর্তমন্ত্রী

তিনি বলেন, জাতীয় নির্বাচনসহ দেশের কোনো নির্বাচনই সরকারের অধীনে হয় না । নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়ে থাকে। এক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আনন্দ শোভাযাত্রা করে বাংলাদেশ চলচ্চিত্র লীগ। শোভাযাত্রাটি এফডিসির মধ্যেই প্রদক্ষিণ করে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড