• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপীবাগে নির্বাচনি প্রচারে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৫

  নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২০, ১৫:৩৪
গোপীবাগে নির্বাচনি প্রচারে সংঘর্ষ
ছবি : সংগৃহীত

রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগকালে আওয়ামী লীগ ও বিএনপির মেয়রপ্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ৫ জন হলেন- সোহেল, তুহিন, বেল্লাল, ফারুক ও মুন্না।

রবিবার (২৭ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মো. শামসুজ্জামান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে প্রথম চারজনের নাম রয়েছে রবিবার আওয়ামী লীগের পক্ষ থেকে দায়ের করা মামলায়।

তবে গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

এর আগে, রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের গণসংযোগকালে ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুই দলই হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

সংঘর্ষের ঘটনায় পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ারী থানায় একটি মামলা করা হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মামলা করতে গেলেও থানায় মামলা নেয়নি বলে অভিযোগ করেছে দলটি।

আরও পড়ুন : চীনের আগ্রহী বাংলাদেশিদের ফেরাতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশ কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, আওয়ামী লীগের করা মামলায় অর্ধশতজনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড