• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ারীতে শ্রমিকদল নেতা গুলিবিদ্ধ

  নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২০, ২২:৪৯
আহত
আহত তিনজন (ছবি : সংগৃহীত)

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার সময় রাজধানীর ওয়ারী থানা শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. শান্ত গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির আরও দুইজন কর্মী আহত হয়েছেন।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ওয়ারী বনোগ্রাম জুগিনগর লেন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত দুজন হলেন— শেখ রবিন (৪৫) ও আরজু (৪০)। আহতদের দাবি, তাদের ওপর এই বর্বর হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা।

এ ঘটনার পর আহতরা অবরুদ্ধ ছিলেন। পরে ঘটনাস্থল থেকে বের হয়ে তাদের সহকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গুলিবিদ্ধ শান্ত জানান, ৩৮ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নেসার (রেডিও প্রতীক) নির্বাচনি প্রচার-প্রচারণার জন্য ওয়ারী বনোগ্রাম এলাকার জুগিনগরের তিন নম্বর লেনে তারা অবস্থান করছিলেন। এ সময় একই ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির (ঘুড়ি প্রতীক) সমর্থকরা তাদের ওপর হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি ছুড়ে।

তার দাবি, এ হামলা আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন : করোনা আতঙ্কে চীন থেকে ঢাকায় ১৭৮৩ জন

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারীর বিভাগের উপকমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ জানান, এ ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিদের মধ্যে শান্ত নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এক্সরে করার পর চিকিৎসকরা গুলির চিহ্ন পেয়েছেন। তার বাম উরুতে গুলি লেগেছে। আরও দুজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড