• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইভিএমের সিদ্ধান্ত ইসির, সরকারের নয় : শাজাহান খান

  মাদারীপুর প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ২০:৫২
শাজাহান
শাজাহান খানকে সংবর্ধনা (ছবি : দৈনিক অধিকার)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থাকবে কী, থাকবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি)। এটি সরকারের বিষয় নয়।

শনিবার (২৫ জানুয়ারি) মাদারীপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ইভিএম থাকলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি, এই নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করবে। কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা সাধারণত জনগণকে পুড়িয়ে হত্যা করেছে। আমার বিশ্বাস জনগণ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবে।

মাদারীপুরের রাজৈর সদরে অবস্থিত সরকারি রাজৈর কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ সরকারিকরণে সার্বিক সহযোগিতা করায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এবং পরিচালনা পর্ষদের সভাপতি সুশেন চন্দ্র রায়কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন : আমরা উন্নয়নে, বিএনপি অভিযোগ নিয়ে ব্যস্ত : তাপস

পরিচালনা পর্ষদের সভাপতি সুশেন চন্দ্র রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক রসময় কীর্ত্তনীয়া, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট জালালুর রহমান, জেলা পরিষদ মহিলা সদস্য নুরজাহান পারুল, ওসি খোন্দকার শওকত জাহান, জাতীয় মহিলা সংস্থার মাদারীপুর জেলা শাখার চেয়ারম্যান ফরিদা হাসান প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড