• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোটাররা এবার ভয় পাচ্ছে না : ইশরাক

  নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২০, ১৪:১৮
ইশরাক হোসেন
ছবি : সংগৃহীত

ঢাকা সিটি নির্বাচনে ধানের শীষের গণজোয়ার দেখে ভোটাররা ভরসা পাচ্ছেন, তারা এবার ভোটকেন্দ্রে যাবেন বলে মনে করছেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন বলেন, ভোটাররা এবার ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন বলে মনস্থির করেছেন। তারা এবার ভয় পাচ্ছে না।

প্রতিপক্ষ প্রার্থীর কাছে অনুরোধ জানিয়ে বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনে তিনি যেন প্রভাববিস্তার না করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইশরাক বলেন, কোন প্রার্থী কোন পরিবারের তার প্রভাব পড়বে না নির্বাচনে। দেশটা কারও পারিবারিক সম্পত্তি না। ধানের শীষের শক্তি জনগণ। জনগণই এবার ভোটকেন্দ্র উপস্থিত থাকবে। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন : শতকরা ১০০ জনের ভোটেও বিএনপি জয় পাবে না

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড