• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এলডিপি থেকে একযোগে ৩৬ নেতাকর্মীর পদত্যাগ

  অধিকার ডেস্ক

২৫ জানুয়ারি ২০২০, ১০:২৯
কর্নেল (অব.) অলি আহমেদ ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
কর্নেল (অব.) অলি আহমেদ ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (ছবি : সংগৃহীত)

দলীয় প্রধানের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে একযোগে ৩৬ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে চট্টগ্রামের লালদীঘির একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। তবে এ সময় তারা অলি আহমদের দীর্ঘায়ু ও সুস্থতাও কামনা করেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাকর্মীরা তাদের পদত্যাগ করার কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, গণতান্ত্রিক যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে ষড়যন্ত্র করছে এলডিপির একটি চক্র। এলডিপির সভাপতি অলি আহমদসহ মহানগর নেতারা চেষ্টা করেও এর সমাধান করতে পারেননি। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

আরও পড়ুন : সিরিজ বাঁচানোর লড়াই আজ বাংলাদেশের

পদত্যাগ করা উল্লেখযোগ্য নেতারা হলেন— গণতান্ত্রিক যুবদলের চট্টগ্রাম মহানগর সভাপতি বি এম ছায়েদুল হক, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রানা, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম, গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি ছেমন আরা রফিক, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান প্রমুখ।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড