• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুলশানে ধানের পোস্টার বেশি : আতিক

  নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি ২০২০, ১৫:২২
আতিকুল ইসলাম
ছবি : সংগৃহীত

ঢাকার দুই সিটির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, গুলশানে আমার চেয়েও তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয় লেভেল প্লেয়িং ফিল্ড একই আছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বলেন, একজন এমপি আমাকে ফোন করে জানিয়েছেন গুলশান এলাকায় নাকি আমার পোস্টার কম এবং তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয়, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে।

আতিকুল ইসলাম বলেন, আমি প্রতিপক্ষকে অনুরোধ করব আসুন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন করি। নির্বাচন কমিশনের প্রতি আমার অনুরোধ নির্ভয়ে যেন ভোটাররা কেন্দ্রে আসতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করুন। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সাপোর্ট দিতে চাই।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর কবরের পাশে বসে প্রধানমন্ত্রীর কুরআন তেলাওয়াত

প্রীতি ম্যাচে অংশ নেওয়ার পর ডিএনসিসির সাবেক এই মেয়র বলেন, আমি জয়ী হলে দায়িত্ব নিলে খেলার মাঠগুলো পুনরুদ্ধার করবই। এটির কোনো বিকল্প নাই।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড