• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাবিথ-ইশরাকসহ কোকোর কবর জিয়ারত করলেন ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি ২০২০, ১২:৩৬
তাবিথ ও ইশরাকসহ কোকোর কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের দুই মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দুই মেয়র প্রার্থী কোকোর কবর জিয়ারত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলম, রফিক সিকদার, মনিরুজ্জামান মনির, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

এরপর উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় গণসংযোগ শুরু করেন।

অপরদিকে দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন কোকোর কবর জিয়ারতের পর ৪৬ নম্বর ওয়ার্ডে ফরিদাবাদ মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর প্রচারণা শুরু করবেন।

আরও পড়ুন : তরুণদের প্রতি যে আহ্বান এমাজউদ্দীনের

এ দিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ও মাগরিবের পর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে কোকোর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড