• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাবিথের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

  নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২০, ২২:৫১
তাবিথ
তাবিথের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৭টার দিকে রাজধানীর বনানীতে তাবিথের নির্বাচনি অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাজ্য সরকার চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন হোক।

আসন্ন সিটি নির্বাচন নিয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি), বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ বলেন, সিটি নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান সম্পর্কে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন : খালেদার সাক্ষাৎ পাচ্ছেন স্বজনরা

তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আমরা নির্বাচন কমিশনকে যা বলেছি সেটা হাইকমিশনারকে জানানো হয়েছে। ইভিএম পদ্ধতি যাতে মানুষ সহজভাবে ব্যবহার করতে পারে সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুল, সেলিম ভূইয়া, আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ুম, সুলতানা আহম্মেদ, জেবা খান ও ব্রিটিশ হাইকমিশনের দুইজন উচ্চ পদস্থ কর্মকর্তা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড