• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমাকে কেউ আটকাতে পারবে না : ইশরাক

  নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২০, ১৮:১৫
ইশরাক
রাজধানীর ডেমরা এলাকায় পথসভায় বক্তব্য রাখছেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন (ছবি : সংগৃহীত)

গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম থেকে পিছপা হব না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, আমাকে কেউ আটকাতে পারবে না। ঢাকাবাসীর জন্য প্রয়োজন হলে আমি জীবন দেব। যদি রক্ত ঝরাতে হয় ঝরাব, মরতে হলে মরব।

বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে ইশরাক বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমার পিতা যাত্রাবাড়ী এলাকায় গুলি খেয়েছিলেন। গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে তিনি জীবনভর সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করতে গিয়ে বার বার তিনি নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে ছিলেন। আর আমি হলাম সেই বাবার সন্তান। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো শক্তি আমার নেই, জনগণই হচ্ছে আমার শক্তি।

বাবার অবদানের কথা স্মরণ করে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক বলেন, মাত্র ১৯ বছর বয়সে আমার বাবা জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনাদের এই এলাকায় (ডেমরা) ক্যাম্প করে বাবা দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তিনি তৎকালীন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন চালিয়েছিলেন।

আরও পড়ুন : ইভিএম নয়, ব্যালটে ভোট চায় বিএনপি

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারে সব অপচেষ্টা ভেসে যাবে। আমরা নির্বাচনে জয়ী হব।

এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড