• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিএম কাদেরের সঙ্গে দেখা করলেন ডিআই প্রতিনিধি দল

  নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২০, ১০:৩৩
জিএম কাদের-ডিআইয়ের প্রতিনিধি দল
ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে দেখা করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ডিআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় গণতন্ত্র, সুশাসন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনা হয়।

এছাড়া ডিআই আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালায় জাপার অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠক শেষে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান জি এম কাদের।

আরও পড়ুন : ইভিএমে সুষ্ঠু ভোটের ন্যূনতম সুযোগ নেই : রিজভী

সভা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি নেতা আহসান আদেলুর রহমান, গোলাম মোহাম্মদ রাজু।

এছাড়া উপস্থিত ছিলেন— ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে সিনিয়র অ্যাসোসিয়েট গ্রেগরি মিনজাক ও ডেপুটি ডিরেক্টর সানিয়া রহমান।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড