• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুক্রবার যেসব স্থানে প্রচারণা চালাবেন তাবিথ-ইশরাক

  নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২০, ০৮:২৩
তাবিথ আউয়াল-ইশরাক
ছবি : সংগৃহীত

নির্বাচনি প্রচারণার অষ্টম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) দনিয়া থেকে প্রচারণায় নামবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। আর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলের মেয়র পদপ্রার্থী তাবিথ আওয়াল গণসংযোগ শুরু করবেন।

ঢাকার নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীর প্রচারণা সংশ্লিষ্ট উইং বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি জানিয়েছে।

দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাকের প্রেস উইং জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ডের দনিয়া বর্ণমালা স্কুল থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করবেন ইশরাক হোসেন। কদমতলী লাল মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি। নামাজের বিরতি শেষে ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা চালাবেন ইশরাক।

আরও পড়ুন : ইভিএমে সুষ্ঠু ভোটের ন্যূনতম সুযোগ নেই : রিজভী

অন্যদিকে নির্বাচন পরিচালনায় গঠিত বিএনপির গণসংযোগ উপকমিটির সদস্য ওমর ফারুক শাফিন জানান, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ শুক্রবারে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করবেন। শ্যামলী শাহী মসজিদে জুমার নামাজ আদায় করবেন তিনি। এদিন ৩১, ২৯, ৩০, ৩৩ ও ৩২ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাবেন তাবিথ।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, চলতি মাসের ৩০ তারিখে ঢাকার এ দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড