• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হিন্দু ভোটারদের তাপসের সহমর্মিতা

  নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৮
তাপস
নির্বাচনি প্রচারণায় শেখ ফজলে নূর তাপস (ছবি : দৈনিক অধিকার)

সরস্বতী পূজা এবং সিটি ভোট একই দিনে হওয়ায় হিন্দু ভোটারদের চাপা ক্ষোভের প্রেক্ষাপটে তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন ডিএসসিসি নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী-শ্যামপুর এলাকায় নির্বাচনি সভায় তিনি বলেন, তফসিল ঘোষণার পর একজন প্রার্থী হিসেবে আমি নির্বাচনি প্রচারণা করছি। পঞ্জিকা অনুযায়ী সামান্য ভুলে ভোটগ্রহণ ও পূজা একই দিনে হয়েছে। আমি হিন্দু ভাই-বোনদের প্রতি সমবেদনা-সহমর্মিতা জানাচ্ছি। এখন যেহেতু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, সেহেতু আমার নির্বাচনি প্রচারণা চালিয়েই যেতে হবে। আমি আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।

তাপস বলেন, নির্বাচনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু মাঠে নেমে গেছে। এখন মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি যে, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে।

এ সময় তাপসের সঙ্গে ছিলেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড