• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিএসসিসি নির্বাচন পরিস্থিতি

পোস্টার লাগানো কী অপরাধ : ইশরাকের প্রশ্ন

  মনিরুল ইসলাম মনি

১৫ জানুয়ারি ২০২০, ১৩:২৮
পোস্টার
পান্থপথ নৌকার পোস্টারে সয়লাব, দেখা নেই ধানের শীষের (ছবি : দৈনিক অধিকার)

আসন্ন ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের অভিযোগের শেষ নেই। অপরদিকে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা। যদিও আওয়ামী লীগের প্রার্থীরা বিক্ষিপ্ত কিছু অভিযোগ করছেন।

এ দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ইশরাক হোসেন অভিযোগ করেছেন তার পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। আর লাগানো পোস্টারগুলোও ছিঁড়ে ফেলা হচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ত্রিমোহনী বাজারে নির্বাচনি প্রচার শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক এ অভিযোগ করেন।

রাজধানীর পান্থপথে নির্বাচনি প্রচারণায় ইশরাক (ছবি : দৈনিক অধিকার)

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথ এলাকায় প্রচারণা চালানোকালে প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন দৈনিক অধিকারকে বলেন, আমাদের সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলছে। যারা পোস্টার লাগাতে চাচ্ছেন, তাদের বাধা দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে। থানা-পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও ফল পাচ্ছি না।

বিএনপির এই প্রার্থী প্রশ্নও রাখেন- পোস্টার লাগানো কী ধরনের অপরাধ? তাহলে পোস্টার লাগাতে গেলে কেন থানা-পুলিশের হুমকি দেওয়া হচ্ছে?

রাজধানী ঢাকার দক্ষিণাংশে ধানমন্ডি, গ্রীন রোড, বসুন্ধরা, পান্থপথ, জিগাতলা, ট্যানারি মোড়, হাজারীবাগ, বেড়িবাঁধ, কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের কোনো পোস্টার নেই। আবার ধানের শীষের কোনো অফিসও চোখে পড়েনি এসব এলাকায়।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ফজলে নূর তাপসের নৌকা মার্কা পোস্টারে সয়লাব এলাকাগুলো। আছে তাপসের নির্বাচনি অফিসও।

পান্থপথে শেখ ফজলে নূর তাপসের নির্বাচনি অফিস (ছবি : দৈনিক অধিকার)

এবারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুষ্ঠেয় এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নৌকা মার্কা পোস্টারে ছেয়ে গেছে তার নির্বাচনি এলাকা। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা করছেন প্রচার-প্রচারণা। পক্ষান্তরে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পোস্টারের মতোই কর্মীও চোখে পড়েনি।

এ দিকে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঝাউচরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নালিশ করতে থাকুক আর আমরা ভোট চাইতে থাকি। বিএনপি অযথা মিথ্যাচার করছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড