• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিরক্ত ইশরাক, আর করবেন না নালিশ

  নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২০, ১৬:১৪
ইশরাক
ডিএসসিসি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন (ছবি : সংগৃহীত)

আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, পোস্টার লাগাতে গেলে হুমকি দেয়া হচ্ছে। তাই আমরা আর কোনো অভিযোগ দেব না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী বাজারে পঞ্চম দিনের নির্বাচনি প্রচারণার শুরুতেই এসব কথা বলেন ইশরাক।

ইসির ওপর বিরক্ত ইশরাক বলেন, জনগণকে সাথে নিয়ে সব অপশক্তি মোকাবিলা করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাব। কারও কোনো বাধা আমরা মানব না। আর কোনো নালিশও কাউকে দেব না। মহান আল্লাহ তায়ালার ওপর ভরসা আছে। আমাদের সঙ্গে জনগণ রয়েছে। জনগণই আমাদের শক্তি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার মানুষকে উন্নয়নের গল্প শোনায়। স্যাটেলাইট পাঠাচ্ছে, অমুক সেতু তমুক সেতু কিন্তু এগুলো সবই আসলে দুর্নীতির প্রজেক্ট। প্রত্যেকটা মেগা প্রজেক্ট করছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

ইশরাক বলেন, সিটি নির্বাচনে এ লড়াই ইশরাক হোসেনের একার নয়। এটি ধানের শীষের লড়াই, জনগণের লড়াই, গণতন্ত্রের লড়াই। আপনারা সেই লড়াইয়ে শরিক হবেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড