• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় পার্টিই পারে শান্তি এনে দিতে : মিলন

  নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২০, ১৫:৫৮
সাইফুদ্দিন আহমেদ মিলন
মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, ঢাকাবাসী পরিবর্তন ও শান্তি চায়। সে শান্তি জাতীয় পার্টিই এনে দিতে পারে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সাইফুদ্দিন আহমেদ বলেন, নগরবাসীকে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে লাঙ্গলে ভোট দিতে হবে। আমি নেতা নই, সেবক হিসেবে ঢাকাবাসীর সঙ্গে থাকতে চাই।

আরও পড়ুন : মেয়র হলে বাৎসরিক আয়ের হিসাব দেবেন আতিকুল

এর আগে, লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে কাকরাইল ও পল্টন এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিলে অংশ নেন তিনি। কাকরাইল দলীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন হয়ে মিছিলটি বিজয়নগর প্রদক্ষিণ করে।

এ সময় মিলনের সঙ্গে জাপা প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় নেতা আমিরুদ্দিন ডালু, ইসহাক ভূঁইয়া, হাজী ফারুক, শেখ আলমগীর হোসেন, মো. সোবহানসহ মহানগর জাপার সহাস্রাধিক নেতাকর্মী প্রচার মিছিলে অংশ নেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড