• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ খিলগাঁও থেকে প্রচারণা শুরু করবেন ইশরাক

  নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২০, ০৮:৩৬
ইশরাক হোসেন
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থেকে পঞ্চম দিনের নির্বাচনি প্রচারণা শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডে মাদারটেক পার হয়ে ত্রিমোহনী বাজার থেকে এ প্রচারণা শুরু করবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান সোমবার এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ডিএসসিসির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডে মাদারটেক পার হয়ে ত্রিমোহনী বাজার থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করবেন।

এ দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে গতকাল সোমবার চতুর্থ দিনে বংশাল এবং ওয়ারী এলাকায় প্রচারণা চালিয়েছেন ইশরাক। এ সময় ভোটে জয়ী হলে তিন মাসের মধ্যে ঢাকায় পাবলিক টয়লেটের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন : জিয়ার মাজার জিয়ারত শেষে নির্বাচনি প্রচারে তাবিথ-ইশরাক

ইশরাক প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ডিএসসিসির প্রত্যেক ওয়ার্ডে জনবসতি অনুপাতে পাবলিক টয়লেট প্রতিস্থাপন করব। সেখানে নারী এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড