• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনি প্রচারণায় চা বানালেন আতিকুল

  নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ২২:২৫
আতিকুল
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম (ছবি : সংগৃহীত)

নির্বাচনি প্রচারণায় গিয়ে ভোটারদের নিজ হাতে চা বানিয়ে খাওয়ালেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীর রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে একটি টং দোকানের সামনে গিয়েই তিনি চা বানাতে বসে পড়েন। এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, আতিকুল ইসলাম দুধ নিয়ে কেতলি থেকে চা কাপে ঢালছেন। এর পর সেই চা উপস্থিতদের মাঝে বিলিয়ে দিচ্ছেন। এ সময় তাকে মাঝে মাঝে তাকে বলতে শুনা যায়, ‘চা খাবেন’, ‘চা...চা...চা হবে’, ‘এই মালাই...মালাই...মালাই খাবে কে’। তবে মেয়র প্রার্থীর বানানো চা পান করে অনেকেই প্রশংসা করেন।

জানা গেছে, ওই টং দোকানে বসে পর পর ৮ কাপ দুধ চা বানান ক্ষমতাসীন দলের এই মেয়র প্রার্থী। সেই ৮ কাপ চায়ের দামও তিনি দিয়ে দেন দোকানিকে।

চা দোকানদার ইয়াসিন বলেন, মেয়র হঠাৎ আমার দোকানে এসে চা বানাতে শুরু করেন। তিনি আমাকে চায়ের দাম ৮০০ টাকা দেন। তার মতো সম্মানিত একজন ব্যক্তি আমার দোকানে এসেছে আমি খুবই আনন্দিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ের ছিলেন আতিকুল ইসলাম। এবারও তিনি একই সিটি করপোরেশন থেকে নির্বাচন করছেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড