• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোট শেষ না হতেই পুনর্নির্বাচনের দাবি বিএনপির 

  নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ১৫:০৫
আবু সুফিয়ান
সংবাদ সম্মেলনে আবু সুফিয়ান (ছবি : সংগৃহীত)

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট শেষ না হতেই নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। আওয়ামী লীগের সমর্থকরা কেন্দ্র দখলে রেখে ভয়-ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবু সুফিয়ান বলেন, এ সরকারের আমলে কোনো নির্বাচন যে সুষ্ঠু হবে না, তা আরও একবার দেখল জনগণ। প্রত্যেক কেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ঢাকা সিটি ভোটের তারিখ নড়েনি

তিনি বলেন, নির্বাচনের কোনো পরিবেশ না পেয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। ভোটের নামে মানুষের ট্যাক্সের টাকা খরচ করার কোনো মানে হয় না।

এ সময় উপস্থিত ছিলেন- নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীরা।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় আবু সুফিয়ান সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড