• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকনকে অন্যরকম পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ১৯:৫৫
সাঈদ খোকন
সাঈদ খোকন (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বঞ্চিত সাঈদ খোকনকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ পদে মনোনয়ন প্রদান করেছেন।

রবিবার (১২ জানুয়ারি) আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের ২৮ এপ্রিল প্রথম নির্বাচনে জিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হন সাঈদ খোকন। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। তার নানা হলেন পুরান ঢাকার এক সময়ের প্রভাবশালী ব্যক্তি মাজেদ সর্দার।

এবারও ঢাকা দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খোকন। কিন্তু তার বদলে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র প্রার্থী করেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি।

গত ২৬ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে কান্নায় ভেঙে পড়েন সাঈদ খোকন। সেসময় তিনি বলেছিলেন, রাজনীতিতে ‘কঠিন সময়’ পার করছেন।

আরও পড়ুন : মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই, আতিক-তাপসই যথেষ্ট : কাদের

তবে শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর তিনি বলেন, ‘নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, আলহামদুলিল্লাহ।’

এর আগে, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির সদস্য ছিলেন সাঈদ খোকন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড