• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইশরাকের মিছিলে পুলিশের ধস্তাধস্তি

  নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ১৯:০৮
বিএনপি
বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন (ফাইল ফটো)

রাজধানীর নয়াবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা মিছিল থেকে একজনকে আটকের ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে ইশরাকের নেতৃত্বে নির্বাচনি প্রচারণার সময় পুলিশের সঙ্গে তার সমর্থকদের মধ্যে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে।

তবে পুলিশ দাবি করেছে, একজন ছিনতাইকারী মোবাইল ফোন ছিনতাই করে প্রচারণা মিছিলে ঢুকে পড়ে। ওই ছিনতাইকারীকে ধাওয়া করতে গেলে বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে কতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল খান বলেন, সম্পূর্ণ ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনাটি ঘটেছে।

তবে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, পুলিশ উসকানি দিয়ে প্রচারণায় বাধা দেওয়ার চেষ্টা করছে। প্রচারণা মিছিল থেকে তারা একজনকে আটক করার চেষ্টা করে।

আরও পড়ুন : মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই, আতিক-তাপসই যথেষ্ট : কাদের

এছাড়া ওয়ারী এলাকা থেকে দুইজন ও বংশাল থেকে চারজনকে আটকের অভিযোগ করেন ইশরাক হোসেন। তার দাবি, প্রচারণা মিছিলের পেছন থেকে তাদের আটক করা হয়েছে।

এ সময় নির্বাচনি প্রচারণায় বাধা না দেওয়া ও কাউকে গ্রেপ্তার না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বিএনপি সমর্থিত এই মেয়র প্রার্থী।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড