• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইশরাকের প্রচারণা বায়তুল মোকাররম থেকে, উত্তরা থেকে তাবিথ

  নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২০, ০১:৪১
ইশরাক হোসেন
ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল (ছবি : সংগৃহীত)

বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ে সেখান থেকেই প্রচারণা শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। অন্যদিকে উত্তরা থেকে প্রচার কাজ শুরু করবেন উত্তর সিটিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামছেন তারা।

ইশরাক হোসেনের প্রেসসচিব খুরশিদ আলম খান জানান, প্রতীক নিয়ে ইশরাক হোসেন বায়তুল মোকাররমে এসে জুমার নামাজ আদায় করবেন। সেখানে নামাজের পর দোয়া শেষে উত্তর গেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।

তাবিথ আউয়ালের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাসান জানান, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশন অফিসে প্রতীকের জন্য যাবেন তাবিথ। পরে উত্তরার ৭ নম্বর সেক্টরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

শুক্রবার (১০ জানুয়ারি) প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।

তাবিথ আউয়াল দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন অন্যদিকে ভোটের লড়াইয়ে প্রথমবার নামছেন ইশরাক হোসেন।

গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৫ সালে অনুষ্ঠিত ভোটে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. সাঈদ খোকনের কাছে।

আরও পড়ুন : তাপসের প্রচারণা ডেমরা থেকে, মিরপুর থেকে আতিকুল

২০১৭ সালের ৩০ নভেম্বর মারা যান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। গত বছর ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম জয়ী হন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড