• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাপসের প্রচারণা ডেমরা থেকে, মিরপুর থেকে আতিকুল

  নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২০, ০০:২২
তাপস
শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রচারণা শুরু করবেন ডেমরা থেকে। অন্যদিকে মিরপুর থেকে প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের ঢাকা উত্তর সিটির প্রার্থী আতিকুল ইসলাম।

জানা যায়, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ডেমরা আমুলিয়া মডেল টাউন, মেহেন্দিপুর বাজার, মীরবাগ থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন।

এ দিকে, উত্তরের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম মিরপুরে মণিপুর স্কুল থেকে প্রচারণা শুরু করবেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।

গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক এবং ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। উভয়েই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

২০১৭ সালের ৩০ নভেম্বর মারা যান আনিসুল হক। গত বছর ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম জয়ী হন।

এ দিকে প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচন করছেন একটানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকা -১০ আসনের সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুন : ঢাকাকে সচল করতে চান তাপস

সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ প্রথম সভা থেকে পরের পাঁচ বছর পর্যন্ত। ওই অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে। আর ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। এ দিকে সিটি করপোরেশনের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে ভোটের আয়োজন সম্পন্ন করতে হবে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড