• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেই ঘড়ির বিষয়ে ওবায়দুল কাদেরের যে যুক্তি

  নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি ২০২০, ১৭:২৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি : সংগৃহীত)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার হাতে যে ঘড়ি পরেন, তার দাম ২৮ লাখ টাকা বলে সম্প্রতি দাবি করে একটি বিদেশি সংবাদমাধ্যম। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমার ঘড়ি, টাই, স্যুট, প্যান্ট নিজের টাকায় কিনি না। এগুলো সবই উপহার পেয়েছি। বিভিন্ন সময় কেউ না কেউ এসব উপহার দিয়েছেন। গতকালও আমাকে একজন তিনটা কটি উপহার দিয়েছেন। এগুলোর দামও আমার জানা নেই।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘বিদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আপনার হাতের রোলেক্সের ঘড়ির দাম প্রায় ৩৪ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা। এ বিষয়ে আপনার বক্তব্য কী।’

এ প্রশ্নে ওবায়দুল কাদের আরও বলেন, ‘ঘড়িসহ অন্য সব কিছুই উপহারের। কাজেই আল-জাজিরাসহ যারা ওই সংবাদ প্রচার করেছে, তারা কীসের ভিত্তিতে করেছে, তা আমি জানি না। এটা তাদের বিষয়।’

২৬ ডিসেম্বর সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম ‘নেট্রা নিউজ’ এক সংবাদে দাবি করে, ওবায়দুল কাদেরের হাতের ঘড়িটির দাম তার বার্ষিক আয়ের সমান। পরে ঘড়ি প্রসঙ্গে খবর প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড