• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরোয়ানা ছাড়া গ্রেফতার নয়

  নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২০, ১৫:১৪
সিটি নির্বাচন
দুই সিটি ও ইসির লোগো (ছবি : সম্পাদিত)

শুধু পূর্বের গ্রেফতারি পরোয়ানা থাকলেই ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের গ্রেফতার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, কমিশনের সোমবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ (মঙ্গলবার) আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। আমি ডিএমপি কমিশনারকে স্পষ্ট করে বলেছি, সিটি নির্বাচনের প্রার্থী বা সমর্থকদের আদালতের পূর্বের গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করা যাবে না। তবে কেউ যদি নতুন কোনো ক্রিমিনাল অফেন্স করে বা কোর্টের আদেশ থাকে সে ক্ষেত্রে রাষ্ট্রে বা জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবেন। সম্ভবত আমরা আগামী ২২ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করব, তখন তাদের আরও নির্দেশনা দেওয়া হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। সাংবাদিকরা আচরণবিধি অনুযায়ী সবকিছু করতে পারবেন। তারা গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে অবাধে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের বাধা দেওয়া যাবে না। পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্টসহ সবার বক্তব্যও নিতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড