• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচন করছে প্রশাসন ও নির্বাচন কমিশন : ড. মোশাররফ  

  নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০১৮, ১৭:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেছেন, ‘আগে খুলনা ও গাজীপুরের সিটি নির্বাচনে ভোট ডাকাতি করে নিয়ে গেছে। আগামীকাল তিন সিটির নির্বাচন, কিন্তু এ নির্বাচন সরকার করছে না। নির্বাচন করছে সরকারের প্রশাসন, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। এসব সিটিতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।’

রবিবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ অভিযোগ করেন ‘আগামীকাল হতে যাওয়া তিন সিটি নির্বাচনে খুলনা ও গাজীপুর মার্কা নির্বাচনের মডেল উপস্থাপন তৈরি করতেই বিএনপি প্রার্থীর সমর্থক ও এজেন্টদের হয়রানি-নির্যাতন করছে। সিলেটে বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধানকে আটক করেছে পুলিশ। তিন সিটির ফল নিজেদের পক্ষে নিতে দমনপীড়নের আশ্রয় নিয়েছে সরকার।’

ড. মোশাররফ বলেছেন, ‘আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এ জন্য দেশের কোথাও তাদের কোনো চেইন অব কমান্ড নাই। যার ফলে দেশের টাকা, সোনা, কয়লা সব লোপাট হয়ে যায়। অথচ এদের বিরুদ্ধে সরকার কিছুই করতে পারছে না। কারণ এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।’ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলেই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। এমন অভিযোগ করে মোশাররফ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, সে গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়া আন্দোলন করছেন। আর এ জন্য রাজনৈতিক প্রতিহংসাপরায়ণ হয়ে তাকে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। মামলা করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে আর সাজা দেওয়া হলো দণ্ডবিধির ৪১৯ ধারায়। এতেই বোঝা যায়, খালেদা জিয়া কতটা প্রতিহিংসার শিকার।’

জাতীয় নির্বাচন সম্পর্কে মোশাররফ বলেন, ‘দেশের মানুষ চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা নিজের হাতে ভোট দিয়ে পছন্দের মানুষকে ক্ষমতায় বসাতে। কারণ এ দেশের মানুষ আগেও প্রমাণ করেছে, তারা নিজের হাতে ভোট দিয়ে পছন্দের দলকে ক্ষমতায় বসাতে পারে।’

বিএনপির নেতা বলেন, ‘কেয়ারটেকার সরকার বাংলাদেশের নির্বাচনের জন্য পরীক্ষিত একটা প্রক্রিয়া। অথচ এটি ছিল আওয়ামী লীগের দাবি। এই দাবিতে তারা ১৭৩ দিন হরতালও করেছে। এ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ দুবার ক্ষমতায় এসেছে, বিএনপি একবার নির্বাচিত হয়েছে। এর আগে বিচারপতি সাহাবুদ্দীনের সরকারও ছিল অলিখিত কেয়ারটেকার সরকার। অথচ ক্ষমতা দখল করতে আওয়ামী লীগ কেয়ারটেকার পদ্ধতি বাতিল করেছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড