• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে : ডেপুটি স্পিকার

  অধিকার ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ২৩:৩২
ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া (ছবি : সংগৃহীত)

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগকেও এমন কাজ করে দেখাতে হবে, যা স্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ সংগঠনের নীতি আদর্শ অন্য যে কোনো ছাত্র সংগঠনের চেয়ে আলাদা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রলীগকেও এমন কাজ করে দেখাতে হবে যা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। যাতে ছাত্রলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরবর্তী প্রজন্ম তা থেকে শিক্ষা নেবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের অন্যতম। তারই কন্যা শেখ হাসিনা নেতা হিসেবে এখন বিশ্বের মডেল। নীতি আদর্শ তাকে অনেক উপরে নিয়ে গেছে।’

আওয়ামী লীগের মত ছাত্রলীগেও মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজদের কোনো স্থান হবে না বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

আরও পড়ুন : ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন জয়-লেখক

আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিজার রহমান।

পরে প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কেক কেটে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড