• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগের মামলায় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ

  নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২০, ১৮:১৫
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনের লোগো (ছবি : সম্পাদিত)

পুরনো মামলায় কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এ অনুরোধ জানান রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের মাধ্যমে এ অনুরোধ জানান তিনি।

আবদুল বাতেন বলেন, অনেক আগের মামলা নতুন করে সামনে আনলে তা হবে অনাকাঙ্ক্ষিত। তবে তা যদি ফৌজদারি মামলা হয়, তাহলে ব্যবস্থা নিতে পারবে।

তিনি বলেন, পুরনো মামলায় শাস্তি বা পরোয়ানা হয়ে থাকলে তফসিল ঘোষণার আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন নতুন করে ব্যবস্থা নেওয়া হলে তা সঠিক হবে না। তবে নির্বাচনের পর ব্যবস্থা নেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, বিএনপির একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার এবং একজনকে হুমকি দেওয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ওই সময় ইশরাক হোসেন পুরনো মামলায় কাউন্সিলর প্রার্থীদের হয়রানি না করার অনুরোধ জানিয়েছিলেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড