• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় : খন্দকার মাহবুব

  নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০১৮, ২২:০১
খন্দকার মাহবুব

দেশে আইনের শাসন সংকুচিত হয়ে রয়েছে এবং নিম্ন আদালতে দেখছি প্রশাসনের কর্তৃত্ব বজায় রাখছে। তাই তাকে মুক্ত করতে হয় সরকারকে বিদায় করতে হবে। প্রথম থেকেই বলেছি সরকারের সদিচ্ছা ছাড়া আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার (২৭ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘মাহমুদুর রহমানের ওপর আদালত চত্বরে যে বর্বোরোচিত হামলা হয়েছে কোনো সভ্য দেশে তা সম্ভব নয়।’

সিনিয়র এ আইনজীবী বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে জেলে রাখার মানেই হলো গণতন্ত্র যেন কায়েম না হয়। সে কারণে একের পর এক মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে জেলে রাখা হয়েছে। মনে রাখতে হবে ২০১৪ সালের ৫ জানুয়ারি আর ২০১৮ এক কথা নয়। মানুষ বিক্ষুদ্ধ হয়ে রয়েছে। খালেদা জিয়া যখনই হুকুম দেবেন তখনই রাজপথে নেমে সরকারকে বিদায় জানানো হবে।’

জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এ এইচ মনির। অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড