• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজাকারের তালিকা সত্য হলে মঙ্গল : জিএম কাদের

  নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩১
শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন জিএম কাদের
শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন জিএম কাদের (ছবি : সংগৃহীত)

সত্য ও স্পষ্ট রাজাকারের তালিকা দেশ ও জাতির জন্য মঙ্গল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজাকারদের তালিকা এখনো যাচাই-বাছাই করার সুযোগ পাইনি। তালিকাটি আমি যাচাই-বাছাই করলে এর স্পষ্টতা জানতে পারব। স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে দেশবাসী ও জাতির সুস্পষ্টভাবে জানার দরকার ছিল। আমরা মনে করি তালিকা যদি সত্য হয়ে থাকে এটা দেশবাসীর জন্য মঙ্গল। তালিকা প্রকাশের মাধ্যমে ৭১-এ স্বাধীনতা যুদ্ধে কার কী ভূমিকা ছিল তা স্পষ্ট হয়ে উঠবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। আমরা আশা করব সামনের দিনে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। রাষ্ট্রের সকল সুবিধা সমানভাবে ভোগ করবে সেই লক্ষ্য কাজ করে যাচ্ছি।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র এমন একটি জিনিস যা একশ ভাগ অর্জন করা সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব অর্জন করার জন্য চেষ্টা করতে হবে আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি।

এ সময় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড