• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রমিকদের স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থেই দেখতে হবে : মেনন

  ধামরাই প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬
সাভারের জাতীয় স্মৃতি সৌধে রাশেদ খান মেনন
সাভারের জাতীয় স্মৃতি সৌধে রাশেদ খান মেনন (ছবি : দৈনিক অধিকার)

বিজয়ের ৪৮তম বার্ষিকীতে এসে আন্দোলন আর অনশন করে শ্রমিকরা মারা যাবে এটা রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেনন বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে পরে বঙ্গবন্ধু তার বক্তব্যে বারবার পাট শিল্পের কথা বলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনে তিনি বলতেন পাটের টাকায় ইসলামাবাদ গড়ে উঠেছে। কিন্ত দেশ স্বাধীন হওয়ার ৪৮ বছর পরেও পাট শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে। এটা মোটেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সরকার পাটের বিষয়ে আন্তরিক, তবে আমলা ও পুঁজিপতিদের কারণেই শ্রমিকদের স্বার্থ উদ্ধার হচ্ছে না। তবে শ্রমিকদের স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থেই দেখতে হবে।

এ সময় দৈনিক সংগ্রাম পত্রিকায় কাদের মোল্লাকে শহীদ লেখার বিষয়ে তিনি বলেন, সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল হোসেন বিশাল হেডিং (শিরোনাম) দিয়ে এক সময় আমার ফাঁসির দাবি জানিয়েছিলেন। সে সময় আমি মামলা করেছিলাম। তার ৩ মাস সাজাও হয়েছিল। এবার সেই লোকই এমন ধৃষ্টতা দেখিয়েছে, এটা নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহিতা।

এ সময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড