• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত ধানমন্ডি ৩২ নম্বর

  নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮
বঙ্গবন্ধু
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ফাইল ফটো)

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন এলাকা মুখরিত হয়ে উঠে।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর, দক্ষিণ), ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান।

এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরও পড়ুন : বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বঙ্গবন্ধু ভবনের ভেতরে গিয়ে বেশ কিছু সময় অবস্থান করেন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড