• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদালতের বিষয় আদালতে ফয়সালা হবে : পরিকল্পনামন্ত্রী

  সুনামগঞ্জ প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৬
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ( ছবি : দৈনিক অধিকার )

বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালতের বিষয় আদালতে ফয়সালা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, আমার ব্যক্তিগত যুদ্ধ তো আর বেগম জিয়ার সঙ্গে নয়। এই মামলাটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলা। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই কিংবা সরকার এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপিপন্থি আইনজীবীদের দ্বারা ওই দিন হাইকোর্টের বারান্দায় যে ঘটনা ঘটেছে তা জাতির জন্য অত্যন্ত লজ্জার। আমরা আদালতকে সম্মান করি, আদালতকে মাথার ওপরে রাখি, আদালতের বিচারকে না মানলেও সহ্য করতে হবে। আদালত যদি বেগম জিয়াকে ছেড়ে দেন বা জামিন দেন তাতে আমাদের সরকারের কোনো দুশ্চিন্তার কারণ নেই বলেও জানান তিনি।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড