• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ

  অধিকার ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৩
কামরুল ইসলাম
সাবেক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি (ফাইল ছবি)

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ পরামর্শ দেন।

কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার মামলার যে রিট, সে অনুযায়ী তার মুক্তি বা জামিন পাওয়ার কোনো কারণ নেই। কাজেই সংবিধানের বিধি-বিধান অনুসারে তাদের একমাত্র পথ হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। তিনি (রাষ্ট্রপতি) ইচ্ছা করলে তাকে মুক্তি দিতে পারেন।’

আরও পড়ুন : খালেদার জামিন আবেদন খারিজ

এর আগে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। তবে খালেদা জিয়া যদি সম্মতি দেন তাহলে তাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপিল বিভাগের এই আদেশের পর বিএনপি আইনজীবীরা বলছেন, তারা এ রায়ে হতাশ হয়েছেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড