• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‌্যালির অনুমতি পায়নি বিএনপি

  অধিকার ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১২:২৬
নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়
ছবি : সংগৃহীত

‘যানজটের মধ্যে র‌্যালি করলে যানবাহন চলাচলে সমস্যা হবে’- এ কারণ দেখিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপিকে র‌্যালি করতে অনুমতি দেয়নি পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার এনামুল হক গণমাধ্যম কর্মীদের বলেন, আজকে সরকারি অফিস-আদালত খোলা। ঢাকা শহরে অনেক যানজট। এর মধ্যে র‌্যালি করলে যানবাহন চলাচলে সমস্যা হবে।

যেহেতু বিএনপির র‌্যালি করার অনুমতি নেই, তাই করতে দেওয়া হবে না। তারপরও যদি করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন : জিডি করলেই ফোন দেবে পুলিশ

এ ব্যাপারে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা পুলিশকে র‌্যালির বিষয়টি জানিয়েছি। তারপরও মানবাধিকার দিবসের মতো দিনে তারা র‌্যালির মতো শান্তিপূর্ণ কর্মসূচি করতে দিচ্ছে না।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড