• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নুরের পদত্যাগ চাইলেন ডাকসুর জিএস রাব্বানী

  নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:২৮
জিএস গোলাম রাব্বানী
সংবাদ সম্মেলনে ডাকসু জিএস গোলাম রাব্বানী (ছবি : দৈনিক অধিকার)

নুরের কথোপকথনের অডিও ফাঁসকে সামনে এনে ‘দুর্নীতির’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগ দাবি করেছেন দুর্নীতির দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ডাকসুর জিএস গোলাম রাব্বানী।

স্বেচ্ছায় পদত্যাগ না করলে উপাচার্য বরাবর নুরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করারও কথাও বলেন রাব্বানী।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাবির ডাকসু কার্যালয়ে ছাত্রলীগ প্যানেলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। এ সময় ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

অনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, ডাকসু থেকেও পদত্যাগের দাবি উঠেছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডাকসুর সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ডাকসুর জিএস পদ ব্যবহার করে কোনো কাজ করিনি। যদি পদ ব্যবহার করে অনৈতিক কাজ করার কোনো অভিযোগ আমার বিরুদ্ধে উঠে, তাহলে আমি পদত্যাগ করব। অথচ নুরের বিরুদ্ধে ভিপি পদ ব্যবহার করার অভিযোগই শুধু নয়, দালিলিক প্রমাণও রয়েছে। অডিও-ভিডিও রয়েছে।

ওই সংবাদ সম্মেলনে নুরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রি অফিসে একাধিক টেন্ডারবাজি, তদবির, নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগও তোলেন ছাত্রলীগ প্যানেলের সদস্যরা।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড