• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ

  অধিকার ডেস্ক

২৬ নভেম্বর ২০১৯, ১৪:১৮
খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান
ছবি : সংগৃহীত

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে হাইকোর্টের সামনে সড়কে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।

এ সময় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিমকোর্টের সামনে এসে অবস্থান নেন। এ সময় তারা ‘খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই’ স্লোগান দিচ্ছিলেন। তারা সড়কে বিক্ষোভ করার সময় পুলিশ এসে বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছুক্ষণ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

জানা গেছে পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেস ক্লাবের দিকে চলে গিয়ে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে দেওয়া বক্তৃতায় বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড